নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপ-রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করায় শ্রী জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী জগদীপ ধনখড়জীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। ভারতের উপ-রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানাই। তাঁর কার্যকালের মেয়াদ সফল হোক। @jdhankhar1 @VPSecretariat”।
PG/CB/SB
Attended the oath-taking ceremony of Shri Jagdeep Dhankhar Ji. I congratulate him on becoming India's Vice President and wish him the very best for a fruitful tenure. @jdhankhar1 @VPSecretariat pic.twitter.com/6FyEnR6wWT
— Narendra Modi (@narendramodi) August 11, 2022