Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উন্মুক্ত স্থানে শৌচমুক্ত মডেলের শ্রেণীভুক্ত হওয়ায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলীর প্রশংসা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য প্রতিশ্রুতি পালন করায় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ ও দাদরা ও নগর হাভেলীর প্রশংসা করেছেন। 

মাত্র এক বছরে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত গ্রামের সংখ্যা পাঁচ গুণ বেড়েছে বলে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াতের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলী ও দমন দিউ – এর জনগণের উপর গর্বিত। স্বচ্ছ ভারত গঠনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য প্রতিশ্রুতি পালন করেছেন তাঁরা”। 

 

PG/PM/SB