নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়নের বর্ধিত গতি উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বহুবিধ সুবিধা পৌঁছে দিচ্ছে।
এক নাগরিকের ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“উত্তর পূর্বাঞ্চলে রয়েছেন অসাধারণ মানুষ এবং নানা সুন্দর জায়গা। উন্নয়নের বর্ধিত গতির জন্য সেখানকার মানুষদের কাছে বহুবিধ সুবিধা পৌঁছে দিচ্ছে।”
PG/AB/NS
The Northeast has great people and beautiful places. The increased pace of development is leading to multiple benefits for the people there. https://t.co/bdmejGGd0P
— Narendra Modi (@narendramodi) January 21, 2023