নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২৩
আসাম সরকার এবং ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি স্থায়ী শান্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ – এর একটি ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর-পূর্বাঞ্চলের শান্তি ও উন্নয়নের পক্ষে অত্যন্ত ভালো খবর”।
PG/CB/SB
Very good news for peace and progress in the Northeast. https://t.co/026F8GfVvY
— Narendra Modi (@narendramodi) April 28, 2023