নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর ২০২২
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর ধামি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দেখা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে –
“উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী @pushkardhami দেখা করেছেন @narendramodi-র সঙ্গে।”
PG/AP/DM/
Chief Minister of Uttarakhand Shri @pushkardhami called on PM @narendramodi. pic.twitter.com/tvLnORIOzh
— PMO India (@PMOIndia) December 13, 2022