Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ ও হরদৈ-তে ‘প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইলস পার্ক’ স্থাপনের বিশেষ প্রশংসা করলেন শ্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২৩

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ এবং হরদৈ জেলায় ‘প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইলস পার্ক’ স্থাপনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই পার্কের উদ্বোধন সম্পর্কে কেন্দ্রীয় শিল্প, বাণিজ্য ও বস্ত্র দপ্তরের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর একগুচ্ছ বার্তায় বলেছেন :

“বস্ত্রশিল্পে উত্তরপ্রদেশের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই রাজ্যটিতে রয়েছে এক বড় ধরনের বিপণন ব্যবস্থাও। এখানে উপভোক্তার সংখ্যাও কম নয়। পরিশ্রমী বয়ন শিল্পী এবং দক্ষ শ্রমশক্তির একটি বিশেষ কেন্দ্রই হল এই রাজ্যটি। লক্ষ্ণৌ ও হরদৈ জেলায় ‘প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইলস পার্ক’ স্থাপনের উদ্যোগ উত্তরপ্রদেশের প্রভূত কল্যাণসাধন করবে।”

“उत्तर प्रदेश के मेरे सभी भाइयों और बहनों के लिए आज एक बहुत अहम दिन है। लखनऊ और हरदोई में PM MITRA पार्क का शुभारंभ होने जा रहा है। इस अवसर पर आप सभी को मेरी बहुत-बहुत शुभकामनाएं।”

 

“1000 एकड़ से ज्यादा में फैले ये PM MITRA पार्क स्थानीय अर्थव्यवस्था को गति देने के साथ ही रोजगार के अनेक नए अवसर लाने वाले हैं। देश के टेक्सटाइल सेक्टर को भी इनसे नई मजबूती मिलने वाली है।”

PG/SKD/DM