নয়াদিল্লি, ০৬ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি ডঃ সৈয়দ ইব্রাহিম রাইজির সঙ্গে টেলিফোনে মতবিনিময় করেছেন।
পশ্চিম এশিয়ার কঠিন পরিস্থিতি ও ইজরায়েল – হামাস দ্বন্দ্ব নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী জঙ্গী হামলা, হিংসা ও সাধারণ মানুষের জীবনহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইজরায়েল – প্যালেস্তাইন বিষয়ে তিনি ভারতের দীর্ঘ দিনের দৃঢ় পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি রাইজি বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেন। উভয় নেতাই সংঘাতের তীব্রতা কমাতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে ও দ্রুত শান্তি – সুস্থিতি ফিরিয়ে আনার উপর জোর দেন।
ইরানের রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন এবং এর ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক ক্ষেত্রে যোগাযোগ আরও উন্নত করতে ইরানের চাবাহার বন্দরকে আরও গুরুত্ব দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান উভয় নেতা।
ভারত ও ইরান আঞ্চলিক শান্তি, সুস্থিতি ও নিরাপত্তার স্বার্থে দু’দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখতেও সম্মত হয়।
PG/PM/SB
Good exchange of perspectives with President @raisi_com of Iran on the difficult situation in West Asia and the Israel-Hamas conflict. Terrorist incidents, violence and loss of civilian lives are serious concerns. Preventing escalation, ensuring continued humanitarian aid and…
— Narendra Modi (@narendramodi) November 6, 2023