নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদ ভবনে ইন্ডিয়ান মাইনরিটিজ ফাউন্ডেশনের ধর্মীয় নেতাদের এক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“সংসদ ভবনে আজ ধর্মীয় নেতাদের এক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে আনন্দিত। দেশের উন্নয়নের গতিপথ সম্পর্কে ইতিবাচক মন্তব্যের জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই।”
PG/AC /SG
Delighted to meet a delegation of religious leaders in Parliament today. I thank them for their kind words on the development trajectory of our nation. @Minoritiesfdn pic.twitter.com/l9a5vNdoZ2
— Narendra Modi (@narendramodi) February 5, 2024