নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব আশা, সম্প্রীতি এবং সহনশীলতার আবহ তৈরি করুক এবং সবার প্রয়াস সার্থক হোক- এমনটাই চেয়েছেন তিনি। সকলকে ইদ মুবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে এই মর্মে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন।
SC/AC/NS
Greetings on Eid-ul-Fitr.
— Narendra Modi (@narendramodi) March 31, 2025
May this festival enhance the spirit of hope, harmony and kindness in our society. May there be joy and success in all your endeavours.
Eid Mubarak!