Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


নতুন দিল্লি, ২৪শে আগষ্ট ২০২৩

জোহানেসবার্গে পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ আলির সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ শে আগষ্ট সাক্ষাৎ করেছেন।  
    উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ফলদায়ক আলোচনা হয়েছে। যেসব বিষয় নিয়ে তাঁদের আলোচনায় প্রাধান্য পেয়েছে তা হল- সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি, কৃষি, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং দু-দেশের মানুষের মধ্যে সম্পর্কের সম্প্রসারণ। তাঁরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়েও মত বিনিময় করেছেন। 
    ইথিওপিয়া ব্রিকসের সদস্য হওয়ায় শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবি আহমেদকে অভিনন্দন জানিয়েছেন। ভয়েস অফ গ্লোবাল সাউথ শিখর সম্মেলনে অংশগ্রহণের জন্য ডঃ আবি আহমেদের প্রশংসাও করেন তিনি। 
    ব্রিকস গোষ্ঠীতে ইথিওপিয়াকে অন্তর্ভুক্ত করতে ভারতের সমর্থনের জন্য ডঃ আবি আহমেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সফল চন্দ্রযান মিশনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সাফল্য ইথিওপিয়া এবং গ্লোবাল সাউথের জন্য এক গর্ব ও অণুপ্রেরণার বিষয়। 

AG/AB /SG