নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ইতালির ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ও সে দেশের জনগণকে তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
শ্রী মোদী ২০২৪-এর জুন মাসে ইতালির পুগলিয়ায় আয়োজিত জি-৭ শিখর সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী মেলোনিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উভয় নেতা ভারতের পৌরোহিত্যে জি-২০ শিখর সম্মেলনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মত হন, বিশেষ করে দক্ষিণ বিশ্বকে সহায়তার বিষয়টিতে জোর দেওয়া হয়। ইতালির পৌরোহিত্যে জি-৭ শিখর সম্মেলনে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ভারত ও ইতালির প্রধানমন্ত্রীরা দুই দেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে সম্মত হন।
উভয় নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
PG/PM/DM
Spoke with PM @GiorgiaMeloni and extended greetings as Italy celebrates its Liberation day today. Thanked her for the invite to the G7 Summit in June. Discussed taking forward #G20India outcomes at the G7. Reaffirmed commitment to deepening our Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) April 25, 2024
You have given a wonderful glimpse of the massive transformations taking place across India, @palkisu! https://t.co/80mOpnPClm
— Narendra Modi (@narendramodi) April 25, 2024