প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইজ্রায়েলের প্রধানমন্ত্রী মিঃ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
দুই নেতা কোভিড-১৯ মহামারীর ফলে তাঁদের দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এই মহামারীর বিরুদ্ধে লড়াইতে ভারত ও ইজ্রায়েল ওষুধের সরবরাহ, উন্নত প্রযুক্তির ব্যবহার সহ নানা বিষয়ে একযোগে কাজ করার সম্ভাব্য নানা দিক নিয়ে দুই নেতা কথা বলেন। সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলতে তাঁরা আলোচনার উপর জোর দেন।
আধুনিক সভ্যতার ইতিহাসে কোভিড-১৯ মহামারী একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে প্রধানমন্ত্রীর সঙ্গে মিঃ নেতানিয়াহু একমত হন। সার্বিকভাবে মানবতার স্বার্থে বিশ্বায়নের নতুন দিশায় কাজ করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন।
CG/CB
Had a telephone conversation with PM @netanyahu. We spoke about the situation arising due to COVID-19 and ways to fight the pandemic. https://t.co/NxdEO411b9
— Narendra Modi (@narendramodi) April 3, 2020