Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোন করেন। 

প্রধানমন্ত্রীকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানান তিনি। 

প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসবাদ, তা যেকোন রূপ বা আকারেই হোক না কেন, তার কোন জায়গা নেই। আঞ্চলিক উত্তেজন প্রশমন এবং পণবন্দিদের নিরাপদে মুক্তির লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠায় ভারত সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। 

ভারত – ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

প্রধানমন্ত্রী মোদী রশ হাসানাহ্ উপলক্ষে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সারা বিশ্বের ইহুদি সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। 

দুই নেতা পারস্পরিক সংযোগ অক্ষুণ্ন রাখতে সহমত হন। 

 

PG/SD/AS