নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
মাননীয়গণ,
আপনাদের সবাইকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাই। একটি দেশের সঙ্গে ইউরোপীয় কমিশনের এরকম বড় মাত্রায় যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা।
এই প্রথম আমার অনেক মন্ত্রী দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছেন। আমার মনে পড়ছে, ২০২২-এর রাইসিনা ডায়ালগ-এ আপনারা বলেছিলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন স্বাভাবিক বন্ধু এবং আগামী দশকগুলিতে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করা আপনাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে।
এখন আপনারাই আপনাদের নতুন কার্যকালের একেবারে শুরুতে ভারতে এসেছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।
মাননীয়গণ,
বর্তমান বিশ্ব এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর্থ-সামাজিক পরিবর্তনে এআই এবং অন্যান্য প্রযুক্তি এগিয়ে এসেছে।
ভূ-আর্থিক এবং রাজনৈতিক পরিস্থিতি পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ছে। পুরনো সমীকরণ ভেঙে যাচ্ছে। এক সময় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
উভয়েরই বড় বাজার রয়েছে। এক অর্থে আমরা পরস্পরের স্বাভাবিক কৌশলগত অংশীদার।
মাননীয়গণ,
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অংশীদারিত্বের ২০ বছর পূর্ণ হয়েছে এবং আপনাদের এই সফরকালে আগামী এক দশকের ভিত্তি তৈরি হচ্ছে।
গত দু’দিনে প্রায় ২০টি মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। আজ সকালে বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের সফল বৈঠক হয়েছে।
মাননীয়গণ,
আমি আপনাদের সামনে সহযোগিতায় অগ্রাধিকারের ক্ষেত্র নিয়ে কিছু বলতে চাই।
প্রথমটি হল বাণিজ্য ও বিনিয়োগ। পরস্পরের উপযোগী এফটিএ এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
দ্বিতীয়টি হল, স্থায়ী সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা। ইলেক্ট্রনিক্স, সেমিকন্ডাক্টর, টেলিকম, কারিগরি, প্রতিরক্ষা ও ওষুধের মতো ক্ষেত্রগুলিতে আমরা পরস্পরের পরিপূরক হতে পারি। এর ফলে, নিরাপদ, সুরক্ষিত ও বিশ্বস্ত সরবরাহ শৃঙ্খল গড়ে উঠবে।
তৃতীয়টি হল যোগাযোগ। জি-২০ শীর্ষ বৈঠকের সময় আইএমইসি করিডর চালু একটি রূপান্তরমূলক উদ্যোগ। দৃঢ়সঙ্কল্প নিয়ে উভয়কেই তাদের কাজ চালিয়ে যেতে হবে।
চতুর্থটি হল প্রযুক্তি ও উদ্ভাবন। ডিপিআই, এআই, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ এবং ৬জি-র মতো ক্ষেত্রে আমাদের শিল্প, উদ্ভাবক ও তরুণ প্রতিভাকে যুক্ত করার লক্ষ্যে উভয়কেই কাজ করতে হবে।
পঞ্চমটি হল জলবায়ু পদক্ষেপ ও সবুজ শক্তি উদ্ভাবন। ধারাবাহিক নগরায়ন, জল এবং পরিবেশ-বান্ধব শক্তির মাধ্যমে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিকভাবে সবুজ শক্তির বিকাশের চালক হয়ে উঠতে পারে।
ষষ্ঠটি হল প্রতিরক্ষা। পারস্পরিক উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে আমাদের পারস্পরিক প্রয়োজনীয়তা মেটাতে হবে। রপ্তানি নিয়ন্ত্রণে যেসব আইন রয়েছে সেগুলিকে অগ্রাধিকার দিতে হবে।
সপ্তমটি হল সুরক্ষা। সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, সামুদ্রিক সুরক্ষা, সাইবার সুরক্ষা এবং মহাকাশ সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের আরও সহযোগিতা গড়ে তুলতে হবে।
অষ্টমটি হল মানুষে-মানুষে বন্ধন। আমাদের উভয় পক্ষকেই একে অগ্রাধিকার দিতে হবে। অভিবাসন, যাতায়াত, ভিসা এবং ইউরোপীয় ইউনিয়ন ব্লু কার্ড প্রদানের প্রক্রিয়াকে সহজ ও মসৃণ করতে হবে।
মাননীয়গণ,
পরবর্তী ভারত-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ বৈঠকে আমরা অবশ্যই পারস্পরিক আকাঙ্ক্ষা ও অঙ্গীকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন আপনাদের মতামত প্রদানের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
SC/MP/DM
Addressing the press meet with President @vonderleyen of the @EU_Commission. https://t.co/LlKWefpGHp
— Narendra Modi (@narendramodi) February 28, 2025
यूरोपियन कमीशन President और कॉलेज ऑफ कमिशनर्स की यह भारत यात्रा अभूतपूर्व है।
— PMO India (@PMOIndia) February 28, 2025
यह केवल भारत में यूरोपियन कमिशन की पहली यात्रा नहीं है, बल्कि यह किसी भी एक देश में यूरोपियन कमिशन का पहला इतना व्यापक Engagement है: PM @narendramodi
भारत और EU की दो दशकों की Strategic Partnership - Natural है, Organic है।
— PMO India (@PMOIndia) February 28, 2025
इसके मूल में Trust है, लोकतान्त्रिक मूल्यों में साझा विश्वास है, Shared Progress और Prosperity के लिए साझा कमिटमेंट है: PM @narendramodi
हमारी पार्टनरशिप को Elevate और Accelerate करने के लिए कई निर्णय लिए गए हैं।
— PMO India (@PMOIndia) February 28, 2025
Trade, Technology, Investment, Innovation, Green Growth, Security, Skilling और Mobility पर सहयोग का एक ब्लू प्रिन्ट तैयार किया गया है: PM @narendramodi
Connectivity के क्षेत्र में India - Middle East - Europe Economic Corridor, यानि “आइमेक”, को आगे ले जाने के लिए ठोस कदम उठाये जाएंगे।
— PMO India (@PMOIndia) February 28, 2025
मुझे विश्वास है कि “आइमेक” ग्लोबल कॉमर्स, sustainable growth और prosperity को drive करने वाला इंजन साबित होगा: PM @narendramodi
रक्षा और सुरक्षा से जुड़े मुद्दों पर हमारा बढ़ता सहयोग आपसी विश्वास का प्रतीक है।
— PMO India (@PMOIndia) February 28, 2025
Cyber Security, मैरीटाइम सुरक्षा और Counter Terrorism पर हम सहयोग आगे ले जाएंगे।
इंडो-पेसिफिक क्षेत्र में शांति, सुरक्षा, स्थिरता और समृद्धि के महत्व पर दोनों पक्ष एकमत हैं।
“Indo Pacific Oceans…