Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি মিঃ চার্লস মিশেলের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি মিঃ চার্লস মিশেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
কোভিড-১৯ এর ফলে ভারত ও ইউরোপীয়ান  ইউনিয়নে উদ্ভূত পরিস্থিতি এবং তার মোকাবিলা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। এই মহামারীর সময় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের তাঁরা প্রশংসা করেন।

কোভিড-১৯ এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিকস্তরে  স্বাস্থ্য এবং অর্থনীতিতে যে প্রভাব  পরবে দুই নেতাই সেই বিষয়ে সহমত পোষণ করেন।

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরো মজবুত করার জন্য উভয় নেতাই, তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তী ভারত – ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আধিকারিকরা একযোগে কাজ করবেন বলে দুই নেতাই একমত হন।
এই সঙ্কটময় পরিস্থিতিতে এবং কোভিড পরবর্তী সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলার  সিদ্ধান্ত নিয়েছেন।

CG/CB/SFS