Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইউনেসকোর সৃষ্টিশীল শহর নেটওয়ার্কে কোঝিকোড়-কে ‘সাহিত্যের শহর’ এবং গোয়ালিয়রকে ‘সঙ্গীতের শহর’ হিসেবে অন্তর্ভুক্তির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০১ নভেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউনেসকোর সৃষ্টিশীল শহর নেটওয়ার্কে কোঝিকোড়-কে ‘সাহিত্যের শহর’ এবং গোয়ালিয়রকে ‘সঙ্গীতের শহর’ হিসেবে অন্তর্ভুক্তির প্রশংসা করেছেন। শ্রী মোদী এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য কোঝিকোড় এবং গোয়ালিয়রের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, ভারতের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল হয়ে উঠেছে কোঝিকোড়ের মূল্যবান সাহিত্য ঐতিহ্যে। তিনি সাঙ্গীতিক ঐতিহ্য সংরক্ষণে ও গুণমান বৃদ্ধিতে গোয়ালিয়রের প্রয়াসের উল্লেখ করে বলেছেন, এটি সারা বিশ্বে অনুরণিত হচ্ছে। 

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডির এক্স পোস্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন;

“ভারতের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল হয়ে উঠেছে কোঝিকোড়ের মূল্যবান সাহিত্য ঐতিহ্যে এবং গোয়ালিয়রের সুরের ঐতিহ্য এবার ইউনেসকোর সম্মানজনক ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে।

এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য কোঝিকোড় এবং গোয়ালিয়রের মানুষকে অভিনন্দন!

এই আন্তর্জাতিক স্বীকৃতির উদযাপনের সঙ্গে সঙ্গে আমাদের দেশ আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও তার প্রসারে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করছে।

এই সম্মান আমাদের অভিনব সাংস্কৃতিক বৈশিষ্ট্যের লালনপালন এবং তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির সম্মিলিত প্রয়াসের প্রতিফলন।”

PG/AP/SKD/