নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৩ সালের ২১ নভেম্বর ইইউ – ভারত বাণিজ্য ও প্রযুক্তি পরিষদ কাঠামোর আওতায় ভারত ও ইউরোপীয় কমিশনের মধ্যে স্বাক্ষরিত সেমিকন্ডাক্টর ক্ষেত্র, সরবরাহ-শৃঙ্খল এবং উদ্ভাবন বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তিতে অনুমোদন দিয়েছে।
এই সমঝোতার লক্ষ্য, শিল্প ও ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের বিষয়ে সহযোগিতার প্রসার। এই চুক্তি কার্যকর হবে স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকেই। উভয়পক্ষ যতদিন এই চুক্তি বলবৎ রাখতে চাইবে, এর মেয়াদ থাকবে ততদিন। এক্ষেত্রে সরকারি এবং বাণিজ্যিক স্তরে সহযোগিতার ভিত্তিতে কাজ চলবে।
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও প্রযুক্তি মন্ত্রক সেমিকন্ডাক্টর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারতের উৎপাদন ব্যবস্থাকে উন্নত করতে সক্রিয়ভাবে উদ্যোগী। এই লক্ষ্যে ডিজিটাল ভারত কর্পোরেশনের আওতায় সূচনা হয়েছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের। এক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার প্রসারেও তথ্য ও প্রযুক্তি মন্ত্রক কাজ করে চলেছে। বিভিন্ন দেশের একাধিক সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্ট সরবরাহ-শৃঙ্খলে ভারতকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে মন্ত্রক দায়বদ্ধ।
PG/AC/SB