Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আসামের গোয়ালপাড়ায় এইপিসিএল-এর এলপিজি বটলিং কারখানা জাতির উদ্দেশে উৎসর্গ করার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৩  এপ্রিল, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গোয়ালপাড়ায় এইপিসিএল-এর এলপিজি বটলিং কারখানা জাতির উদ্দেশে উৎসর্গ করার প্রশংসা করেছেন। তিনি বলেন, এর ফলে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ের গ্রাহকদের বিশেষ সুবিধা হবে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রীর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;

“এর ফলে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ের গ্রাহকদের বিশেষ সুবিধা হবে।”

PG/PM/NS