নয়াদিল্লি, ১২ মার্চ , ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফরের (১১-১২ মার্চ ২০২৫) সময়ে মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম-এর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে তাঁদের মধ্যে সার্বিক ফলপ্রসূ আলোচনা হয়েছে।
১১ মার্চের এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা বলেন, মরিশাস ও ভারতের মধ্যে এক অনন্য ও বিশেষ সম্পর্ক রয়েছে। ইতিহাস, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, আত্মীয়তা ও মূল্যবোধের যোগসূত্রে দুই দেশ আবদ্ধ। ভারত ও মরিশাসের নাগরিকদের মধ্যেকার সংযোগ ও সাংস্কৃতিক বিনিময় গত কয়েক দশকে এক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের রূপ নিয়েছে। এই অংশীদারিত্ব দুই দেশের মানুষ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মরিশাসের প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় থেকেই মরিশাসের আর্থ-সামাজিক উন্নয়নে ভারত বিশ্বস্ত অংশীদার হয়ে থেকেছে। আগামীদিনেও এই অংশীদারিত্ব অক্ষুন্ন থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালের মার্চ মাসে তাঁর আগের মরিশাস সফরের উল্লেখ করে বলেন, সেই সময়েই তিনি ভারতের SAGAR দৃষ্টিভঙ্গীর কথা বলেছিলেন। এক্ষেত্রে মরিশাসকে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে। শুধু তাই নয়, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং উন্নয়নশীল দেশগুলির প্রতি তার অঙ্গীকারের ক্ষেত্রেও মরিশাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনন্য দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থিতির ওপর জোর দিয়ে দুই নেতা এই অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজনৈতিক বিনিময়
দুই নেতা বলেন, ভারত ও মরিশাসের সম্পর্ক বিভিন্ন স্তরে পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চস্তরে চিন্তাভাবনার আদানপ্রদান হয়। ভারতের জি২০ সভাপতিত্বের সময় অতিথি দেশ হিসেবে মরিশাসের যোগদান পারস্পরিক সংযোগকে আরও নিবিড় করে তুলেছে।
দুই দেশের সংসদের মধ্যে সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা চলছে তাকে স্বাগত জানিয়ে দুই নেতা সংসদীয় কার্যপ্রণালীর ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দেন। দু-দেশের সাংসদদের মধ্যে সংযোগ আরও বাড়াতে সহমত হন তাঁরা।
উন্নয়ন অংশীদারিত্ব
দুই নেতা উল্লেখ করেন যে মরিশাসের স্বাধীনতার পর থেকেই ভারত উন্নয়নের ক্ষেত্রে তার অন্যতম প্রধান অংশীদার হয়ে থেকেছে। মরিশাসের পরিকাঠামো নির্মাণ ও উন্নয়নে ভারতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মেট্রো এক্সপ্রেস প্রকল্প, নতুন সুপ্রিক কোর্ট ভবন, নতুন ইএনটি হাসপাতাল, ৯৫৬টি সামাজিক আবাসন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের রূপায়নে ভারতের সহযোগিতার জন্য মরিশাসের প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারতীয় সহযোগিতায় আগালেগায় তৈরি নতুন রানওয়ে ও জেটির উল্লেখ করে দুই নেতা বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় চিডো-র তাণ্ডবের পর ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগুলি বিশেষ সহায়ক হয়েছে। পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার উল্লেখ করে মরিশাসের প্রধানমন্ত্রী এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
মরিশাসে কিডনি প্রতিস্থাপন ইউনিট, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, জাতীয় সংগ্রহশালা ও পাঠাগার, সিভিল সার্ভিস কলেজের নির্মাণ এবং গোষ্ঠী উন্নয়নমূলক যেসব প্রকল্প চলছে, তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে দুই নেতা নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলির কাজ সম্পন্ন করার ওপর জোর দেন।
ভারতের সহায়তায় নাগরিক কেন্দ্রিক যেসব উন্নয়নমূলক প্রকল্প চলছে তাতে মরিশাসের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে দুই নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ১০০টি ইলেকট্রিক বাস ও সেগুলির চার্জিং পরিকাঠামো মরিশাসকে দেওয়ার যে উদ্যোগ ভারত নিয়েছে, তা সময়মতো সম্পন্ন করতে দুই নেতা সহমত হয়েছেন। গোষ্ঠি উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় রূপায়ণে তাঁরা সহমত পোষণ করেন। মরিশাসে ১০০ কিলোমিটার জলের পাইপ লাইন প্রতিস্থাপিত করতে লাইন অফ ক্রেডিট দিতে ভারত সম্মত হয়েছে। মরিশাসের নতুন সংসদ ভবন নির্মাণের সহায়তা করতে ভারত অঙ্গীকার ব্যক্ত করেছে। গঙ্গা তালাও আধ্যাত্মিক অভয়ারন্যের উন্নয়ন নিয়ে আলোচনা চূড়ান্ত করতে এবং এ সংক্রান্ত যাবতীয় সহায়তা দিতে ভারত সম্মত হয়েছে। মরিশাস সরকারের চাহিদা মতো বিভিন্ন নতুন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার অঙ্গীকারও ভারত করেছে। মরিশাসের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ এবং মানবসম্পদ উন্নয়নে ভারতের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। আগামী ৫ বছরে মরিশাসের ৫০০ সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দিতে ভারত সম্মত হয়েছে। মরিশাসের সিভিল সার্ভিস কলেজ, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং জাতীয় সংগ্রহালয় ও পাঠাগারের সঙ্গে ভারতের সমস্তরের প্রতিষ্ঠানগুলির যোগসূত্র গড়ে তোলা হবে। মরিশাস সরকারকে সাহায্য করতে ভারত উপদেষ্টা এবং কারিগরি বিশেষজ্ঞদের পাঠাতে সম্মত হয়েছে। মরিশাসের কূটনীতিকরা যাতে ভারতে প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য সুষমা স্বরাজ ইন্সটিটিউট অফ ফরেন সার্ভিস-এ একটি সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি চালু করার লক্ষ্যে সমঝোতাপত্র সাক্ষরিত হয়েছে। মরিশাসের প্রয়োজনমতো বিভিন্ন ক্ষেত্রে আধিকারিকদের প্রশিক্ষণ দিতে ভারত সম্মত হয়েছে।
মহাকাশ এবং জলবায়ু পরিবর্তন
মহাকাশ ক্ষেত্রে বর্তমান সহযোগিতা দুই দেশকেই উপকৃত করেছে বলে দুই নেতা মতপ্রকাশ করেছেন। মরিশাসের সঙ্গে যৌথ উদ্যোগে উপগ্রহ নির্মাণে সহায়তা করায় মরিশাসের প্রধানমন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভারত মরিশাসের সঙ্গে যৌথভাবে উপগ্রহ নির্মাণ ও উৎক্ষেপনে সম্মত হয়েছে। মরিশাসের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রশিক্ষণ দিতে সম্মতি প্রকাশ করেছে ভারত। বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন মাত্রার আবহাওয়া ও জলবায়ু পূর্বাভাস ব্যবস্থা রূপায়ণে মরিশাসকে ভারত সহায়তা করবে। ইসরো এবং মরিশাস রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিলের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মরিশাসের প্রয়োজন মতো মহাকাশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যেকোন ক্ষেত্রে ভারত মরিশাসকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে। ভারত সরকার জলবায়ু পরিবর্তনের ওপর নজরদারি এবং তার প্রভাব অনুধাবনে সহায়তার জন্য আর্থ অবজারভেশন অ্যাপ্লিকেশন এবং একটি ইন্টার অ্যাক্টিভ কম্পিউটিং ফ্রেমওয়ার্কে মরিশাসের সঙ্গে উন্নয়নমূলক অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। কোয়ার্ডের আওতায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের মাধ্যমে এটি রূপায়িত হবে।
স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সহযোগিতা
মরিশাসের স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত পরিকাঠামো নির্মাণে ভারতের সহযোগিতার উল্লেখ করে দুই নেতা এই সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যেতে সহমত হয়েছেন। মরিশাসের মানুষকে সাশ্রয়ী মূল্যে উচ্চ গুণমানের স্বাস্থ্য পরিষেবা দিতে ভারত সেদেশে প্রথম জন ঔষধি কেন্দ্র খুলেছে। এই উদ্যোগ আরও ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
মাদকাসক্তি ও এর সঙ্গে জড়িত সামাজিক সমস্যাগুলির উল্লেখ করে দুই নেতা মাদক নেশামুক্তি ও পুনর্বাসনে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো সহযোগিতায় একযোগে কাজ করতে সহমত হয়েছে।
মরিশাসে ডিজিটাল স্বাস্থ্য কার্যালয়ের রূপায়ণে সাহায্য করতে ভারত সম্মত হয়েছে। এজন্য ভারত থেকে বিশেষজ্ঞদের মরিশাসে পাঠানো হবে।
আয়ুষ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখ করে মরিশাসে একটি আয়ুষ উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলায় মরিশাসের প্রধানমন্ত্রী ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। মরিশাসের রোগীদের ভারতে চিকিৎসার সুব্যবস্থা করায় তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
স্কুল শিক্ষা পাঠক্রমের উন্নয়নে ভারতের এনসিইআরটি এবং মরিশাসের উচ্চশিক্ষা মন্ত্রকের মধ্যে আলোচনাকে দুই নেতা স্বাগত জানিয়েছেন। ভারত ও মরিশাসের বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তাঁরা।
অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা
দুই নেতা ভারত ও মরিশাসের মধ্যে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা ও অংশীদারিত্ব চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আফ্রিকা মহাদেশের কোনো দেশের সঙ্গে এটি ভারতের প্রথম বাণিজ্য চুক্তি। অর্থনৈতিক বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্ভাবনা পূর্ণ সদ্ব্যবহারের আহ্বান জানান। আফ্রিকার সঙ্গে সংযোগের প্রবেশদ্বার হিসেবে মরিশাসকে বিবেচনা করে সেদেশের প্রধানমন্ত্রী ভারতীয় কোম্পানী ও ব্যবসায়ীদের মরিশাসে বিনিয়োগের আমন্ত্রণ জানান। দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও শক্তিশালী করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন যৌথ বাণিজ্য কমিটির দ্বিতীয় অধিবেশনের আয়োজনে সম্মত হয়েছেন। স্থানীয় মুদ্রায় ব্যবসায়ের টাকা মেটানোর জন্যও একটি সমঝোতাপত্র সাক্ষরিত হবে বলে জানিয়েছেন তাঁরা। দ্বৈত কর এড়ানো সংক্রান্ত চুক্তির সংশোধনী শীঘ্রই অনুমোদন করা হবে বলে দুই নেতা জানান। সামুদ্রিক অর্থনীতি, ওষুধ, তথ্যপ্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে বিনিয়োগ বাড়াতে এবং মরিশাসের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে সুস্থিত বিকাশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে ভারত তার সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ডিজিটাল সহযোগিতা
ই-বিচার ব্যবস্থার রূপায়ণ, সংগ্রহালয় এবং মহাত্মা গান্ধী ইন্সটিটিউটে রাখা নথিপত্রের ডিজিটাইজেশনে ভারত মরিশাসকে সাহায্য করবে। সাইবার নিরাপত্তা, ডিজিটাল জন পরিকাঠামো এবং সক্ষমতা বৃদ্ধিতেও ভারত মরিশাসকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেছে। পিএম গতিশক্তি ডিজিটাল প্ল্যাটফর্মের মতো ডিজিটাল সরঞ্জাম মরিশাসের প্রয়োজন মতো রূপায়ণের ক্ষেত্রে ভারত সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রতিরক্ষা ও সমুদ্র সুরক্ষা সংক্রান্ত সহযোগিতা
দুই নেতা বলেন, প্রতিরক্ষা ও সমুদ্র সুরক্ষা সংক্রান্ত সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। এই সহযোগিতা দুই দেশকেই ব্যাপকভাবে উপকৃত করবে। দুই দেশই মুক্ত, স্বাধীন, নিরাপদ, ভারত মহাসাগরীয় অঞ্চলের পক্ষে থাকায় এক্ষেত্রে তারা স্বাভাবিক অংশীদার। দুই দেশই এই অঞ্চলের বৃহত্তর কৌশলগত স্বার্থ রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মরিশাসের বিশাল অর্থনৈতিক অঞ্চলের সুরক্ষায় ভারত নিয়মিতভাবে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান নিয়োগ করায় এবং নিয়মিত যৌথ নজরদারির ব্যবস্থা করায় মরিশাসের প্রধানমন্ত্রী ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।
মরিশাসকে একাধিক উপকূল রক্ষী জাহাজ দেওয়ায় সেদেশের প্রধানমন্ত্রী ভারতকে ধন্যবাদ জানান। ভারতের প্রধানমন্ত্রী বলেন, SAGAR ভিশনের আওতায় মরিশাস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার। মরিশাসের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে ভারতের পূর্ণ সহযোগিতা থাকবে বলে তিনি জানান।
দুই নেতা জানিয়েছেন, প্রতিরক্ষা ও সমুদ্র ক্ষেত্রে মরিশাসের প্রয়োজন মতো ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে। যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমানের মাধ্যমে সমুদ্র ক্ষেত্রের ওপর যৌথ নজরদারি ও সমীক্ষা চলবে। মরিশাসের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলির সুরক্ষায় ভারত তার সহযোগিতা আরও নিবিড় করবে। মরিশাসে একটি সমুদ্র সংক্রান্ত তথ্য বিনিময় কেন্দ্র গড়ে তুলতে ভারত সাহায্য করবে। সমুদ্র অভিযান, সমুদ্র কারিগরি, বন্দর সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে ভারত মরিশাসকে প্রয়োজনীয় বিশেষজ্ঞ জ্ঞান সরবরাহ করবে। মরিশাসের পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে ভারত প্রয়োজন মাফিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।
আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা
চাগোস দ্বীপ নিয়ে ব্রিটেন ও মরিশাসের মধ্যে চলতি আলোচনাকে দুই নেতা স্বাগত জানিয়েছেন। এক্ষেত্রে মরিশাসের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রী জানান। এজন্য মরিশাসের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ভারত মহাসাগর ঋণ অ্যাসোসিয়েশন, কলম্বো সিকিউরিটি কনক্লেভ, বিশ্ব জৈব জ্বালানি জোট, আন্তর্জাতিক সৌর জোট, বিপর্যয় মোকাবিলার উপযোগী পরিকাঠামো গঠন সংক্রান্ত জোট সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চে দুই দেশ একযোগে কাজ করতে সহমত হয়েছে।
সাংস্কৃতিক ও নাগরিক সংযোগ
ভারত ও মরিশাসের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক যোগসূত্র ও নাগরিক বন্ধনের উল্লেখ করে দুই নেতা একে আরও নিবিড় করতে সহমত হয়েছেন। মহাত্মা গান্ধী ইন্সটিটিউটের নথিপত্র সংরক্ষণে ভারত সাহায্য করবে। এজন্য ভারতের জাতীয় সংগ্রহালয় থেকে বিশেষ প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহায়তার ব্যবস্থা করা হবে। নাগরিকদের মধ্যে সংযোগ আরও বাড়াতে ভারতকে জানো, শিকড়ের সংযোগ, প্রবাসী ভারতীয় দিবস প্রভৃতি কর্মসূচি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হবে। পর্যটনে উৎসাহ দেওয়া হবে। ভারতের ধর্মীয় স্থানগুলি, চার ধাম এবং রামায়ণের সঙ্গে জড়িত স্থানগুলি দেখানোর উদ্যোগ নেওয়া হবে। মরিশাস ও ভারতের মধ্যে শ্রমিকদের যাতায়াত সহজ করতে এ সংক্রান্ত সমঝোতাপত্র দ্রুত রূপায়ণের ব্যবস্থা করা হবে।
মরিশাসের ৫৭তম স্বাধীনতা বার্ষিকী এবং ৩৩তম সাধারণতন্ত্র বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় ভারতের প্রধানমন্ত্রীকে মরিশাসের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।
ভারতের প্রধানমন্ত্রী, মরিশাসের প্রধানমন্ত্রীকে তাঁর সুবিধা মতো যতো দ্রুত সম্ভব ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে্ন।
SC/ SD /NS