নয়াদিল্লি, ১১ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন (পিএম-এবিএইচআইএম)-এর রূপায়ণ এবং আয়ুষ্মান ভারত কার্ড প্রদানের জন্য দিল্লি সরকারের প্রশংসা করেছেন।
এক্স পোস্টে দিল্লির মুখ্যমন্ত্রীর এক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন:
“দিল্লির স্বাস্থ্য ব্যবস্থায় এক বৈপ্লবিক পদক্ষেপ। ডবল ইঞ্জিন সরকারের এই মিশনের ফলে আমার লক্ষ লক্ষ ভাই-বোন উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। আমি আনন্দিত যে, দিল্লির মানুষও আয়ুষ্মান যোজনার সুযোগ পাবেন।”
SC/MP/SB…
दिल्ली के हेल्थ सेक्टर से जुड़ा एक क्रांतिकारी कदम! डबल इंजन सरकार का यह मिशन यहां के मेरे लाखों भाई-बहनों के लिए बेहद फायदेमंद होने वाला है। मुझे बहुत खुशी है कि दिल्लीवासी भी अब आयुष्मान योजना के तहत अपना इलाज करा पाएंगे। https://t.co/8QjzdBqcNe
— Narendra Modi (@narendramodi) April 11, 2025