নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদি ভারতীয় কৃষকদের জীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনতে ন্যানো ইউরিয়ার উপকারিতার প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজের একটি ট্যুইট শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন,
“আমাদের কৃষকদের জীবনে দীর্ঘমেয়াদী পার্থক্য আনতে আমাদের বিভিন্ন প্রচেষ্টার এটি একটি অংশ।”
PG/PM/NS
This is a part of our various efforts to bring a long term difference in the lives of our farmers. https://t.co/0TcOQCzKGf
— Narendra Modi (@narendramodi) March 3, 2023