নতুনদিল্লি, ১৬ জুন ২০২৩
আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ উদযাপনে অংশ নেবেন ।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসির এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে আপনাকে দেখার জন্য উন্মুখ । আপনার অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলবে ।
যোগ ব্যায়াম সুস্বাস্থ্য এবং সুস্থতার দিক থেকে বিশ্বকে একত্রিত করে । এটি বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হয়ে উঠুক । “
CG/SS/CS….
Looking forward to seeing you at the International Day of Yoga celebrations at the UNHQ. Your participation makes the programme even more special.
— Narendra Modi (@narendramodi) June 16, 2023
Yoga brings the world together towards furthering good health and wellness. May it keep getting more popular globally. https://t.co/QjPUZemOeo