নতুন দিল্লি, ৮ মার্চ ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন।
এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“#WomensDay! উপলক্ষে নারী শক্তিকে আমাদের কুর্নিশ জানাই। মহিলাদের ক্ষমতায়নে আমাদের সরকার সর্বদা কাজ করে চলেছে, যা আমাদের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মধ্যে প্রতিফলিত হচ্ছে। আজ প্রতিশ্রুতি মতোই আমার সমাজ মাধ্যমের দখল নেবেন মহিলারা, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন!”
SC/MP/AS
We bow to our Nari Shakti on #WomensDay! Our Government has always worked for empowering women, reflecting in our schemes and programmes. Today, as promised, my social media properties will be taken over by women who are making a mark in diverse fields! pic.twitter.com/yf8YMfq63i
— Narendra Modi (@narendramodi) March 8, 2025