Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আজ গুজরাটে ওখা মূল ভূখন্ডের সঙ্গে বেট দ্বারকা দ্বীপের সংযোগ রক্ষাকারী সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ গুজরাটে ওখা মূল ভূখন্ডের সঙ্গে বেট দ্বারকা দ্বীপের সংযোগ রক্ষাকারী সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

 

গুজরাটে আজ নবনির্মিত সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি রাজ্যের ওখা মূল ভূখন্ডের সঙ্গে বেট দ্বারকা দ্বীপের সংযোগ রক্ষা করবে। প্রায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি হল দেশের দীর্ঘতম কেবল সেতু। 

এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“সুদর্শন সেতুটি সত্যিই বিস্ময়কর!
আজ সুদর্শন সেতুর উদ্বোধনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। মানুষের সঙ্গে স্থলভূমির এ হল এক সংযোগ সেতু। উন্নয়ন ও অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধতার এ হল এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

 

PG/SKD/AS