নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২১
আচার্য বিনোদা ভাবেকে তাঁর জয়ন্তীতে যথাযোগ্য শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ” মহাত্মা গান্ধী তাঁকে এমন এক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন, যিনি ছিলেন অস্পৃশ্যতার বিরোধী, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি অটুট অঙ্গিকারবদ্ধ এবং গঠনমূলক প্রয়াস সহ অহিংসার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী। তাঁর চিন্তা-ভাবনায় ছিল উৎকর্ষতার প্রতিফলন।
আচার্য বিনোদা ভাবেকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই।
স্বাধীনোত্তর ভারতে আচার্য বিনোদা ভাবে মহৎ গান্ধীবাদী নীতিগুলিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের উন্নত জীবন সুনিশ্চিত করতে তিনি গণআন্দোলন গড়ে তুলেছিলেন। সমবেত প্রয়াসের প্রতি তাঁর অগ্রাধিকার আগামী প্রজন্মকে সর্বদাই অনুপ্রাণিত করবে।”
CG/BD/AS/
Mahatma Gandhi described him as someone who was absolutely against untouchability, unwavering in his commitment to India’s freedom and a firm believer in non-violence as well as constructive work. He was a thinker par excellence.
— Narendra Modi (@narendramodi) September 11, 2021
Tributes to Acharya Vinoba Bhave on his Jayanti. pic.twitter.com/SEDDY1oo0A
Acharya Vinoba Bhave carried forward the noble Gandhian principles after India attained independence. His mass movements were aimed at ensuring a better quality of life for the poor and downtrodden. His emphasis on collective spirit will always continue to inspire generations. pic.twitter.com/wLogADb5Gp
— Narendra Modi (@narendramodi) September 11, 2021