Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আকাশবাণী মৈত্রী চ্যানেলের সূচনায় প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদী আকাশবাণী মৈত্রী চ্যানেল চালু হওয়ায় অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী) – কে অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেছেন, “ রাষ্ট্রপতি আকাশবাণী মৈত্রী চ্যানেলের উদ্বোধন করায়আকাশবাণী (এআইআর) – কে অভিনন্দন। এই চ্যানেলটিভারত ও বাংলাদেশে শোনা যাবে। আকাশবাণী মৈত্রী ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যেসৌহার্দ্যের আরও একটি সেতু হিসেবে কাজ করবে। “

PG/ NS/…