নতুন দিল্লি ২৬ শে অগাষ্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইবিএসএ বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতায় ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যাণ্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন ;
“আইবিএসএ বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল স্বর্ণ পদক জেতায় অভিনন্দন ! এ এক বিরাট সাফল্য যা আমাদের মহিলা ক্রীড়াবিদদের অদম্য মানসিকতা এবং প্রতিভার সাক্ষ্য স্বরূপ। ভারত গর্বে সমুজ্জ্বল। ”
AC / AB /SG
Kudos to the Indian women's blind cricket team for winning the Gold at the IBSA World Games! A monumental achievement that exemplifies the indomitable spirit and talent of our sportswomen. India beams with pride! https://t.co/4Ee7JfF3UH
— Narendra Modi (@narendramodi) August 26, 2023