নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রী লাপিড,
শ্রদ্ধেয় শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান,
মাননীয় রাষ্ট্রপতি বাইডেন,
প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য আমি প্রথমেই প্রধানমন্ত্রী লাপিড’কে অনেক অভিনন্দন জানাই।
আজকের এই সম্মেলন আয়োজন করার জন্যও তাঁকে ধন্যবাদ।
এটি আসলে প্রকৃত অর্থেই কৌশলগত অংশীদারদের একটি বৈঠক।
আমরা সকলেই খুব ভালো বন্ধু এবং আমাদের একটি অভিন্ন লক্ষ্য ও স্বার্থ রয়েছে।
সুধীবৃন্দ,
আজ প্রথম সম্মেলনে ‘আইটুইউটু’ একটি ইতিবাচক লক্ষ্য নির্ধারণ করেছে।
যৌথ প্রকল্প শুরু করার জন্য বিভিন্ন ক্ষেত্রকে আমরা চিহ্নিত করেছি এবং এই কাজে অগ্রসর হওয়ার উদ্দেশ্যে একটি পরিকল্পনা রচনা করেছি।
‘আইটুইউটু’ কাঠামোর মধ্যে জল, জ্বালানী, পরিবহণ, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা – এই ৬টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা যৌথ বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি।
স্পষ্টতই, ‘আই২ইউ২’র আলোচ্যসূচী ও উদ্দেশ্য প্রগতিশীল ও বাস্তবসম্মত।
আমাদের দেশগুলির মূলধন বিশেষজ্ঞদের ব্যবহার ও বাজার – এই ক্ষেত্রগুলির পারস্পরিক সামর্থ্যকে কাজে লাগিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণে গতি আনতে পারবো এবং আন্তর্জাতিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো।
বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে আমাদের সহযোগিতামূলক কাঠামো বাস্তব-ভিত্তিক সমঝোতার আদর্শ উদাহরণ হয়ে উঠবে।
আমি নিশ্চিত ‘আইটুইউটু’র মাধ্যমে আমরা বিশ্ব জুড়ে শক্তি সুরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব।
ধন্যবাদ।
প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছেন।
PG/CB/SB
Addressing the I2U2 Summit. https://t.co/5xIZtVIyXh
— Narendra Modi (@narendramodi) July 14, 2022
आज की इस पहली समिट से ही I2U2 ने एक सकारात्मक एजेंडा स्थापित कर लिया है।
— PMO India (@PMOIndia) July 14, 2022
हमने कई क्षेत्रों में Joint Projects की पहचान की है, और उनमें आगे बढ़ने का रोडमैप भी बनाया है: PM @narendramodi
बढ़ती हुई वैश्विक अनिश्चिताओं के बीच हमारा कॉपरेटिव फ्रेमवर्क व्यावहारिक सहयोग का एक अच्छा मॉडल भी है।
— PMO India (@PMOIndia) July 14, 2022
मुझे पूरा विश्वास है कि I2U2 से हम वैश्विक स्तर पर Energy Security, Food Security और Economic Growth के लिए महत्वपूर्ण योगदान करेंगे: PM @narendramodi