ভারত-তিব্বতসীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমগ্র বাহিনীকে শুভেচ্ছা ওঅভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর অভিনন্দন বার্তায়বলেছেন :
“প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীকে আমারঅভিনন্দন। সাহসিকতা এবং মানবতাবাদী কাজকর্মের মধ্য দিয়ে এই বাহিনী এক স্বতন্ত্রভূমিকা পালন করে চলেছে।
হিমালয় পর্বত অঞ্চলে কাজ করার সুবাদে ঐ অঞ্চলের পরিবেশের সঙ্গে নিজেদেরমানিয়ে নিয়ে এক বিশেষ উচ্চতাতেও তাঁরা তাঁদের কর্তব্য পালন করে চলেছেন।”
******
PG/SKD/DM/ .
Greetings to ITBP family on their Raising Day. The Force has distinguished itself through its bravery & humanitarian ethos. @ITBP_official pic.twitter.com/pQKpzkEV5p
— Narendra Modi (@narendramodi) October 24, 2017
The ITBP stands out for its special affinity with the Himalayas & prowess at high altitude operations. @ITBP_official
— Narendra Modi (@narendramodi) October 24, 2017