নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইআইটি দিল্লির আবু ধাবি ক্যাম্পাসের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন এক অধ্যায় যেমন সূচিত হয়েছে, পাশাপাশি দু’দেশের যুবসম্প্রদায়কে আরও কাছাকাছি নিয়ে এসেছে।
দিল্লির ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির (আইআইটি – ডি) সংযুক্ত আরব আমীরশাহীতে ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনাটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দু’দেশের নেতৃবৃন্দের মধ্যে আলোচনাক্রমে গৃহীত হয়। আবুধাবির শিক্ষা দপ্তর এবং আইআইটি – ডি’র যৌথ উদ্যোগের এই প্রকল্পটি আন্তর্জাতিক স্তরে ছাত্রছাত্রীদের কাছে উন্নতমানের শিক্ষার ব্যবস্থা করেছে। এর ফলে, অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে দুটি দেশের মধ্যে অংশীদারিত্ব গড়ে উঠবে। এ বছরের জানুয়ারিতে আবু ধাবি ক্যাম্পাসে প্রথম পাঠক্রমটি চালু হয়েছে। এই পাঠক্রমে জ্বালানীর উত্তরণ ও এর সুস্থায়ী ব্যবহার নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।
PG/CB/SB…