নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০২৪
গায়নার জর্জটাউনে দ্বিতীয় ভারত – ক্যারিকম বৈঠকের ফাঁকে ২০ নভেম্বর তারিখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অ্যান্টিগুয়া এবং বারবুডার প্রধানমন্ত্রী গ্যাসটন ব্রাউন – এর সঙ্গে বৈঠক করেছেন।
বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং এসআইডিএস – এর জন্য দক্ষতা বৃদ্ধির বিষয়ে উভয় নেতা আলোচনা করেছেন। ভারত – ক্যারিকম অংশীদারিত্ব শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৭টি পরিকল্পনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ব্রাউন। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে সমর্থনের কথাও পুনরায় জানান তিনি।
PG/SS/SB
Had a very good meeting with Prime Minister Gaston Browne of Antigua & Barbuda. There is immense potential to further boost bilateral relations, notably in sectors such as trade, Fintech, renewable energy and climate change. Also thanked him for Antigua & Barbuda’s support to… pic.twitter.com/3ioT56VL0W
— Narendra Modi (@narendramodi) November 21, 2024
PM @narendramodi had a good meeting with PM @gastonbrowne of Antigua and Barbuda on the sidelines of the 2nd India-CARICOM Summit. The two leaders exchanged views on enhancing trade and investment, renewable energy, climate change and more. pic.twitter.com/f9lA4XgyLn
— PMO India (@PMOIndia) November 21, 2024