Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


নয়াদিল্লি,  ২৪  মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার সিডনি-তে অ্যাডমিরালটি হাউসে ২৪ মে ২০২৩ তারিখে অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেল ডেভিড হার্লে-এর সঙ্গে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী গর্ভনর জেনারেলের সঙ্গে ২০১৯ সালে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন। ডেভিড হার্লে তখন নিউ সাউথ ওয়েল্স-এর গর্ভনর হিসেবে ভারত সফরে এসেছিলেন।

উভয় নেতা দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভারতীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকার কথাও উল্লেখ করেন।

 

PG/PM/NS