নতুন দিল্লি, ১ মার্চ ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট-এর সঙ্গে আজ নতুন দিল্লির এনএক্সটি কনক্লেভে সাক্ষাৎ করেন।
তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন :
“আমার ভালো বন্ধু এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার টনি অ্যাবট-এর সঙ্গে দেখা করে খুব আনন্দ পেলাম। তিনি সর্বদাই ভারতের বন্ধু। আমরা তাঁকে এবারের সফরে মিলেট থেকে তৈরি খাদ্য উপভোগ করতে দেখেছি। @HonTonyAbbott “
SC/SB/AS
Delighted to meet my good friend and former Australian PM, Mr. Tony Abbott. He has always been a friend of India’s. We have all seen him enjoy millets during his current visit. @HonTonyAbbott pic.twitter.com/XInFbOSW9f
— Narendra Modi (@narendramodi) March 1, 2025