নয়াদিল্লি, ৪ মার্চ , ২০২৫
ক্রিশ্চিয়ান স্টোকার অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলার হিসেবে শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখিছেন :
“অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলার হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য ক্রিশ্চিয়ান স্টোকারকে উষ্ণ অভিনন্দন। ভারত ও অস্ট্রিয়ার অংশীদারিত্ব আগামীদিনে সুস্থিত অগ্রগতি লাভ করতে প্রস্তুত। আমাদের পারস্পরিক সুবিধার জন্য দু-দেশের সহযোগিতাকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশায় রয়েছি। @_CStocker ”
SC/ SD/NS
Warmly congratulate H.E. Christian Stocker on being sworn in as the Federal Chancellor of Austria. The India-Austria Enhanced Partnership is poised to make steady progress in the years to come. I look forward to working with you to take our mutually beneficial cooperation to…
— Narendra Modi (@narendramodi) March 4, 2025