Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অস্কার পুরস্কার জয়ে ‘নাটু নাটু’ দলের সব সদস্যকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্কার পুরস্কার জয়ে ভারতীয় গীতিকার এম এম কিরাবানি, সুরকার চন্দ্রবোস এবং ‘নাটু নাটু’ দলের সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। ‘আরআরআর’ চলচ্চিত্রে ‘নাটু নাটু’ গানটি ব্যবহৃত হয়েছে। শ্রেষ্ঠ ‘অরিজিনাল সং’ (মৌলিক গান) বিভাগে এই পুরস্কার প্রাপ্তি।

অ্যাকাডেমির এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :

“দুর্দান্ত ব্যাপার!

‘নাটু নাটু’র জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। এই গান আগামীদিনেও সকলে মনে রাখবেন। গুরুত্বপূর্ণ এই পুরস্কার প্রাপ্তির জন্য @mmkeeravaani, @boselyricist এবং ‘নাটু নাটু’ দলের সকল সদস্যকে অভিনন্দন জানাই।

ভারত আপ্লুত এবং গর্বিত। #Oscars”

 

PG/CB/DM/