নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের জি-২০ সভাপতিত্বে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের তৃতীয় বৈঠকের নৈশভোজে মহিলা নেত্রীদের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের একটি ট্যুইট সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিশ্বে আমাদের ভবিষ্যৎ নির্ধারণে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত অনুপ্রেরণামূলক ছবি।”
CG/MP/SB……18_JULY_2023……(105)…..(1940103)
Very inspiring click, highlighting the critical role women play in shaping our world's future. https://t.co/h0A2jlbxO9
— Narendra Modi (@narendramodi) July 17, 2023