নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের মুক্ত বিধানসভা কেন্দ্রের মাগো গ্রামে সীমান্তবর্তী এলাকায় উন্নয়নকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এরফলে সীমান্তবর্তী গ্রামগুলির জীবন যাপনে সশক্তিকরণ ঘটবে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ উন্নয়নকে স্বাগত জানাই। এগুলি সীমান্তবর্তী গ্রামগুলিতে বসবাসকারী মানুষের সশক্তিকরণে সাহায্য করবে।”
PG/PM/NS
A welcome development in the border areas, which will empower those living in border villages. https://t.co/UnVedDb7r8
— Narendra Modi (@narendramodi) April 5, 2023