নতুনদিল্লি ২৭ জুলাই,২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অমৃত সরোবরগুলির গুরুত্বের ওপর আলোকপাত করে বলেছেন, জল সংরক্ষণ এবং গোষ্ঠী অংশগ্রহন ছাড়াও ধরিত্রীর সঙ্গে সম্পর্কযুক্তদের সঙ্গে তা এক সম্প্রীতির সম্বন্ধ সুনিশ্চিত করেছে ।
অসমের কামরুপ জেলায় গ্রীষ্মে হাতিদের অমৃত সরোবরে স্নান করা নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“আনন্দদায়ক দৃশ্য । জল সংরক্ষণ এবং গোষ্ঠী অংশগ্রহন ছাড়াও অমৃত সরোবরগুলি আমাদের ধরিত্রীর সাথে সম্পর্কযুক্তদের সঙ্গে সম্প্রীতির সম্বন্ধ সুনিশ্চিত করেছে” ।
CG/AB/CS……28-07-2023.. WORD (116)
Delightful sight. In addition to water conservation and community participation, Amrit Sarovars are also ensuring harmony with those we share our planet with. https://t.co/IElZWm9P22
— Narendra Modi (@narendramodi) July 27, 2023