Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন আইনের আওতায় বিশেষ আর্থিক সহায়তাদানের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সহায়তাদানেরপ্রস্তাবটি মঞ্জুর করা হয়। এর আওতায় বাইরের সাহায্যপুষ্ট প্রকল্পগুলিতে বিশেষবরাদ্দ এবং পোলাভারাম প্রকল্পে জলসেচ সম্পর্কিত সুযোগ-সুবিধা প্রসারে অর্থ সহায়তারসংস্থান রয়েছে।

প্রথমটির ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত কেন্দ্রের প্রদেয়অংশহিসেবে অতিরিক্ত আর্থিক সহায়তাদানের ব্যবস্থার কথা বলা হয়েছে। অন্যদিকে,দ্বিতীয়টির ক্ষেত্রে পোলাভারাম প্রকল্পে সেচ সংক্রান্ত সুযোগ-সুবিধা প্রসারেব্যয়ের বাকি অংশের ১০০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন আইন, ২০১৪-র আওতায় দেওয়াপ্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই ২০১৬-১৭ অর্থ বছরে অন্ধ্রপ্রদেশের অনুকূলে দেওয়াহয়েছে ১,৯৭৬ কোটি ৫০ লক্ষ টাকা বিশেষ সহায়তাদান কর্মসূচিরআওতায়।

রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্ধ্রপ্রদেশকেদেওয়া হয়েছে মোট ১০,৪৬১ কোটি ০৪ লক্ষ টাকা। এর মধ্যে ৪,৪০৩ কোটি টাকা দেওয়া হয়২০১৪-১৫ সালে এবং ২ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয় ২০১৫-১৬ অর্থ বছরে। অন্যদিকে,২০১৬-১৭ আর্থিক বছরটিতে ঐ রাজ্যের অনুকূলে দেওয়া হয়েছে ৪,০৫৮ কোটি ০৪ লক্ষ টাকা।

PG/SKD/DM/