Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রধানমন্ত্রীর প্রার্থনা

অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রধানমন্ত্রীর প্রার্থনা


নয়াদিল্লি,  ২৭  নভেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করেছেন। ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে তিনি ১৪০ কোটি ভারতবাসীর সুস্বাস্থ্য, কল্যাণ এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। শ্রী মোদী তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের কিছু ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন :

“তিরুমালা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ১৪০ কোটি ভারতবাসীর সুস্বাস্থ্য, কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি।” 

“ఓం నమో వేంకటాశాయ!
తిరుమల నుండి మరికొన్ని దృశ్యాలు.”

PG/AB/NS