Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ২৯ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গে কথা বলেন এবং আলামান্ডা ও কন্টকপল্লীর মাঝে ট্রেনের লাইনচ্যুতি নিয়ে খোঁজখবর নেন শ্রী মোদী

দুর্ঘটনায় মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখা হয়েছে;

“প্রধানমন্ত্রী @narendramodi আলামান্ডা ও কন্টকপল্লীর মাঝে ট্রেনের লাইনচ্যুতি নিয়ে রেল মন্ত্রী @AshwiniVashnaw –র সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে। দুর্ঘটনায় মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।”

“প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন শ্রী মোদী।”

PG/MP/SKD/