নয়াদিল্লি, ৭ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ’ পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“এই পুরস্কারের জন্য বার্বাডোজের সরকার এবং সেখানকার জনসাধারণের কাছে কৃতজ্ঞ।
‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ’ পুরস্কারটি ১৪০ কোটি ভারতবাসী এবং ভারত-বার্বাডোজ ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি উৎসর্গ করছি।”
@DameSandraMason
@miaamormottley
SC/AB/DM
Grateful to the Government and the people of Barbados for this honour.
— Narendra Modi (@narendramodi) March 7, 2025
Dedicate the ‘Honorary Order of Freedom of Barbados’ Award to the 1.4 billion Indians and to the close relations between India and Barbados. @DameSandraMason @miaamormottley https://t.co/Ab11qHSAyA