প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ অটল ভূ-জল যোজনা (অটল জল) রূপায়ণ অনুমোদিত হয়েছে। এই প্রকল্পে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ – এই পাঁচ বছরের জন্য এই টাকা বরাদ্দ হয়েছে।
এই প্রকল্পে গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশ – এই সাতটি রাজ্য অংশ নিচ্ছে। মূলত, এই সাতটি রাজ্যে স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে ভূগর্ভস্থ জলস্তর পরিচালন ব্যবস্থার উন্নতির লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই সাতটি রাজ্যের ৭৮টি জেলার ৮,৩৫০টি গ্রাম পঞ্চায়েত এর ফলে উপকৃত হবে। ছয় হাজার কোটি টাকার মধ্যে ৫০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৫০ শতাংশ অর্থ বিশ্ব ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে।
এই ‘অটল জল’ প্রকল্পের মূল উদ্দেশ্যই হল ভূগর্ভস্থ জলস্তর নিয়ন্ত্রণে রাখা, পরিকাঠামোগত উন্নয়ন, ভূগর্ভস্থ জলস্তর যাতে না কমে তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ, জল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
প্রাতিষ্ঠানিক উপায়ে ভূগর্ভস্থ জলের নজরদারি নেটওয়ার্ক উন্নয়ন এবং অংশীদারদের দক্ষতা বৃদ্ধি ভূগর্ভস্থ জলস্তর সংক্রান্ত তথ্য সংরক্ষণ, বিনিময়, বিশ্লেষণ ও ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে।
এই যোজনার প্রভাবে, যেসব এলাকায় জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেখানে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন ঘটানো, কৃষকদের আয় দ্বিগুণ, ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনায় অংশগ্রহণে উৎসাহদান, সঠিকভাবে জলের ব্যবহারে উন্নতি ও চাষের পদ্ধতিতে উন্নতি এবং গোষ্ঠীগত স্তরে আচরণগত পরিবর্তন ও ভূগর্ভস্থ জলের সদ্ব্যবহারে উৎসাহদান বৃদ্ধি পাবে।
দেশের ৬৫ শতাংশ ভূগর্ভস্থ জল সেচ কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং ৮৫ শতাংশ গ্রামীণ এলাকায় পানীয় জল হিসেবে ব্যবহার হয়ে থাকে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়নের ফলে ভূগর্ভস্থ জালের চাহিদা ক্রমশই বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন নিয়ন্ত্রণের জন্য যত্রতত্র ভূগর্ভস্থ পাম্প লাগানো নিষিদ্ধ করা হয়েছে।
CG/SS/DM/