নয়াদিল্লি, ২৯ মার্চ, ২০২৫ ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের সিনিয়র জেনারেল মহামান্য মিন অং হ্লাইং-এর সঙ্গে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। প্রধানমন্ত্রী এই সংকটের সময়ে মায়ানমারের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ঘনিষ্ঠ ...
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫ শ্রীযুক্ত রামেশ্বর গারু জি, রামু জি, বরুণ দাস জি, টিভি৯-এর পুরো টিম, আমি আপনাদের নেটওয়ার্কের সকল দর্শকদের, এখানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানাই এবং এই শীর্ষ ...
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে TV9 সামিট ২০২৫-এ ভাষণ দেন। শ্রী মোদী বলেন, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। স্বাধীনতার পর ৭০ বছরে ...
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ১লা জানুয়ারি ২০২৫ তারিখ থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ্যভাতার ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ্যত্রানের ২ শতাংশ হারে অতিরিক্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ...
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা খরিফ মরশুম ২০২৫ (০১.০৪.২০২৫ থেকে ৩০.০৯.২০২৫ পর্যন্ত) ফসফেট ও পটাশ সারের জন্য পুষ্টি-ভিত্তিক ভর্তুকির হারের জন্য সার দপ্তরের প্রস্তাবে অনুমোদন ...
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫ বৈদ্যুতিন সরবরাহ শৃঙ্খলে ভারতকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ বৈদ্যুতিন উপাদান উৎপাদন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে ...
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫ মায়ানমার ও থাইল্যান্ডে আজ ভোরে বিধ্বংসী ভূমিকম্পে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন। এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পজনিত পরিস্থিতিতে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা ও কল্যাণ ...
নয়াদিল্লি, ২৮ মার্চ , ২০২৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ মার্চ মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন। নাগপুরে গিয়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিপদ কর্মসূচিতে যোগ দিয়ে স্মৃতি মন্দির ও দীক্ষাভূমি ...
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে কথা বলেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং উদ্ভাবন ও সুস্থায়িত্বের লক্ষ্যে প্রযুক্তিগত ...
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেইজাই দোয়ুকাই (জাপানের কর্পোরেট এক্সিকিউটিভদের সংগঠন) থেকে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেউজাই দোয়ুকাই – এর চেয়ারপার্সন তাকেশি নিনামাই – এর ...