কোভিড-১৯ মহামারীর মতো যে কোন জরুরী পরিস্থিতি বা দুর্যোগ মোকাবলিয়া করার লক্ষ্যে এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী প্রদান করার জন্য একটি ডেডিকেটেড ফান্ডের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সিটিজেন অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশন ফান্ড (পিএম কেয়ারস তহবিল) নামে একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা হয়েছে। পিএম কেয়ারস তহবিল একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে নিবন্ধিত হয়েছে। পিএম কেয়ারস তহবিলের ট্রাস্ট ডিড ২০২০ সালের ২৭ মার্চ নতুন দিল্লিতে রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর অধীনে নিবন্ধিত হয়েছে।
অনলাইনে দান করতে এখানে ক্লিক করুন।
উদ্দেশ্য :
জনস্বাস্থ্য বিষয়ক জরুরী অবস্থা বা অন্য যে কোনো ধরণের জরুরী, দুর্যোগ বা সঙ্কট, যে কোনও দূর্যোগ বা মহামারীতে স্বাস্থ্য-সহায়তা বা ফার্মাসিউটিক্যাল সুবিধা, অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো, তহবিল সরবরাহ বা রক্ষণাবেক্ষণ সহ মানবিক সহায়তা বা ত্রাণ সুবিধা এবং অন্যান্য সহায়তা প্রদান করা এই তহবিল গঠনের উদ্দেশ্য।
আর্থিক সহায়তা প্রদানের জন্য, অর্থ অনুদান প্রদান বা ক্ষতিগ্রস্থ জনগণের কাছে পৌঁছাতে ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এই ফান্ডের অর্থের মাধ্যমে।
অন্য কোনও ক্রিয়াকলাপ যা উপরোক্ত বিষয়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কোন উদ্দেশ্য পিএম কেয়ার ফান্ডের অর্থ ব্যবহার করা হয়না।
ট্রাস্ট গঠন :
প্রধানমন্ত্রী হলেন পিএম কেয়ারস্ তহবিলের পদাধিকার বলে চেয়ারম্যান এবং ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এবং অর্থমন্ত্রী হলেন এই তহবিলের পদাধিকারী ট্রাস্টি।
ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সনের (প্রধানমন্ত্রী) ট্রাস্টি বোর্ডে তিনজন ট্রাস্টি মনোনীত করার ক্ষমতা থাকবে, যাঁরা গবেষণা, স্বাস্থ্য, বিজ্ঞান, সামাজিক কাজ, আইন, জনপ্রশাসন এবং জনহিতৈষী ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি হবেন।
ট্রাস্টি হিসাবে নিযুক্ত যে কোনো ব্যক্তি একটি সর্বোত্তম ক্ষমতায় কাজ করবেন।
অন্যান্য বিষয়বস্তু :
এই তহবিল সম্পূর্ণভাবে সাধারণ মানুষ/সংস্থার স্বেচ্ছায় প্রদত্ত দানের ওপর নির্ভরশীল, কোনরকম বাজেট সহায়তা এই তহবিলের জন্য দেওয়া হয় না। উপরে উল্লিখিত উদ্দেশ্য পূরণে তহবিলের অর্থ ব্যবহার করা হবে।
পিএম কেয়ারস্ তহবিলে করা অনুদান আয়কর আইন, ১৯৬১-এর ৮০ (জি)-এর অধীনে করযোগ্য আয় থেকে ১০০ শতাংশ ছাড় দেওয়া হয়। পিএম কেয়ারস্ তহবিলে করা অনুদান কোম্পানি আইন, ২০১৩-এর অধীনে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ব্যয় হিসাবে গণনা করার যোগ্য হবে।
পিএম কেয়ারস্ তহবিলে বৈদেশিক অনুদানও এফসিআর-এর আওতায় ছাড় পাবে এবং বিদেশ থেকে অনুদান গ্রহণের জন্য একটি পৃথক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এটি বিদেশ থেকে ব্যক্তি এবং সংস্থার কাছ থেকে অনুদান গ্রহণ করতে সক্ষম করেছে। এটি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। ২০১১ সাল থেকে পিএমএনআরএফ পাবলিক ট্রাস্ট হিসাবে বিদেশী অনুদান ও অর্থ পেয়েছে।
২০২০-২১ সময়কালে পিএম কেয়ারস্ তহবিলের আওতায় ৭০১৩.৯৯ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।
2019-20 | রিসিপ্ট দেখুন [ 39KB ] | 3076.62 |
2020-21 | রিসিপ্ট দেখুন [ 294KB ] | 10990.17 | বছর | রিসিপ্ট ও পেমেন্ট অ্যাকাউন্টগুলি দেখুন | মোট অর্থ (ফ্রেস দান, সুদের আয়) (টাকার অঙ্ক কোটিতে) |
---|
অ্যাকাউন্টের নাম: PM CARES
অ্যাকাউন্ট নম্বর: 2121PM20202
আইএফএসসি কোড: SBIN0000691
ইউপিআই : pmcares@sbi
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
নতুন দিল্লি মুখ্য শাখা