প্রতিরক্ষা উদ্যোগ সংক্রান্ত কাজকর্মের প্রসারে নগদ বা অন্যভাবে স্বেচ্ছাদান সংগ্রহের বিষয়টির ব্যবস্থাপনার লক্ষ্যে গড়ে তোলা হয় জাতীয় প্রতিরক্ষা তহবিল। সংগৃহীত দানের সদ্ব্যবহার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণও এই তহবিল গঠনের আরেকটি উদ্দেশ্য। আধা-সামরিক বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবার-পরিজনের কল্যাণে এই তহবিলকে কাজে লাগানো হয়। এই তহবিল পরিচালনার কাজে যুক্ত রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এক প্রশাসনিক কমিটি, যার অন্যতম সদস্যরা হলেন কেন্দ্রীয় অর্থ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীরা। তহবিলের কোষাধ্যক্ষ হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রশাসনিক কমিটির সচিবের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব। তহবিলের হিসাব-নিকাশের দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। এই তহবিল সম্পূর্ণভাবে সাধারণ মানুষের স্বেচ্ছায় প্রদত্ত দানের ওপর নির্ভরশীল, কোনরকম বাজেট সহায়তা এই তহবিলের জন্য দেওয়া হয় না। অনলাইন মারফৎও দানসামগ্রী গ্রহণ করা হয়। pmindia.nic.in, pmindia.gov.in এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের www.onlinesbi.com – এই তিনটি ওয়েবসাইট মারফৎ দান সংগ্রহের ব্যবস্থা রয়েছে। দান সংগ্রহের লক্ষ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বরটি হল – 11084239799। ব্যাঙ্কের ঠিকানা হল – ইনস্টিটিউশনাল ডিভিশন, চতুর্থ তল, পার্লামেন্ট স্ট্রিট, নয়াদিল্লি।
এই তহবিলের জন্য একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (প্যান)-ও নির্দিষ্ট রয়েছে। এই নম্বরটি হল – AAAGN0009F।
জাতীয় প্রতিরক্ষা তহবিলের গত পাঁচ বছরের আয়-ব্যয় সম্পর্কিত তথ্য এখানে দেওয়া হল :
বছর | ব্যয় | আয় | অবশিষ্ট |
---|---|---|---|
31.03.2020 | 54.62 | 103.04 | 1249.96 |
31.03.2021 | 52.51 | 87.04 | 1284.49 |
31.03.2022 | 70.75 | 90.64 | 1304.38 |
31.03.2023 | 77.76 | 110.74 | 1337.36 |
31.03.2024 | 60.43 | 119.29 | 1396.22 |
জাতীয় প্রতিরক্ষা তহবিলের আওতায় বিভিন্ন কর্মসূচি
১) সশস্ত্র ও আধা-সামরিক বাহিনীর মৃত কর্মীদের বিধবা স্ত্রী ও সন্তানদের কারিগরি এবং স্নাতকোত্তর পর্যায়ের পঠন-পাঠনকে উৎসাহিত করতে একটি বৃত্তিদান কর্মসূচি রূপায়িত হচ্ছে এই তহবিলের অর্থে। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন যুদ্ধকর্মী সংক্রান্ত কল্যাণ দপ্তর রয়েছে এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে। অন্যদিকে, আধা-সামরিক বাহিনী এবং রেল সুরক্ষা বাহিনীর কর্মীদের ক্ষেত্রে এই কর্মসূচি রূপায়ণের দায়িত্ব যথাক্রমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও রেল মন্ত্রকের।
জাতীয় প্রতিরক্ষা তহবিলের সাহায্যে রূপায়িত প্রধানমন্ত্রীর বৃত্তিদান কর্মসূচির প্রধান প্রধান বৈশিষ্ট্য
১) এই কর্মসূচিটি সশস্ত্র বাহিনীর (আধা-সামরিক বাহিনী সহ) জন্য রূপায়িত হচ্ছে। এর আওতায় বৃত্তি দেওয়া হয় (ক) প্রাক্তন সেনাকর্মীদের (অফিসার পর্যায়ের নিচে) সন্তান; (খ) তাঁদের বিধবা পত্নী; (গ) কর্তব্যরত অবস্থায় বিশেষ পরিস্থিতিতে মৃত বা নিহত সেনাকর্মীদের বিধবা স্ত্রী এবং (ঘ) কর্মরত আধা-সামরিক বাহিনী ও রেল সুরক্ষা বাহিনীর বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য। মেডিক্যাল, ডেন্টাল, ভেটেরেনারি, ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমসিএ এবং এআইসিটিই/ইউজিসি অনুমোদিত অন্যান্য সমতুল পর্যায়ের শিক্ষা লাভের উদ্দেশ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠন-পাঠনের জন্য এই বৃত্তি দেওয়া হয়। বিধবা পত্নীদের উত্তরাধিকারী এবং কর্তব্যরত অবস্থায় বিশেষ পরিস্থিতিতে মৃত বা নিহত কর্মীদের বৃত্তিদানের বিষয়ে (খ) এবং (গ) পর্যায়ে পদের ক্ষেত্রে কোনরকম নিয়ন্ত্রণ নেই। আধা-সামরিক বাহিনীর সন্তানরাও এই কর্মসূচির আওতায় বৃত্তি লাভের অধিকারী। এই বৃত্তিদান প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সেনাকর্মীদের ৪ হাজার নতুন বৃত্তি দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বাহিনীর কর্মীদের উত্তরাধিকারীদের দেওয়া হয় মোট ৯১০টি নতুন বৃত্তি। অন্যদিকে, রেল মন্ত্রক নিয়ন্ত্রিত বাহিনীর কর্মীদের সন্তানদের জন্য রয়েছে ৯০টি নতুন বৃত্তিদানের ব্যবস্থা। তবে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সেনাকর্মীদের সন্তান-সন্ততিদের জন্য বৃত্তিদানের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫,৫০০টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় রেল মন্ত্রক নিয়ন্ত্রিত বাহিনীগুলির কর্মীদের সন্তানদের ক্ষেত্রে বৃত্তির সংখ্যা বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ২ হাজার ও ১৫০টি। সূচনায় বৃত্তি প্রদানের হার ছিল ছেলেদের ক্ষেত্রে মাসিক ১,২৫০ টাকা এবং মেয়েদের ক্ষেত্রে মাসিক ১,৫০০ টাকা। এই হার এখন সংশোধন করে ছেলেদের ক্ষেত্রে মাসিক ২,০০০ টাকা এবং মেয়েদের ক্ষেত্রে মাসে ২,২৫০ টাকা করা হয়েছে।
২) এসপিজি পরিবারকল্যাণ তহবিলে ১৫ লক্ষ টাকার বার্ষিক অনুদান দেওয়া হচ্ছে জাতীয় প্রতিরক্ষা তহবিল থেকে। সংশ্লিষ্ট কর্মী এবং তাঁদের পরিবারবর্গের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি রূপায়ণে এই অর্থ ব্যয় করা হবে।
৩) প্রতিরক্ষা মন্ত্রক (সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী) এবং কোস্টগার্ডের নির্দিষ্ট ব্যক্তিদের বই এবং অন্যান্য পাঠ্য সামগ্রী ক্রয়ের জন্য বার্ষিক অনুদান দেওয়া হচ্ছে জাতীয় প্রতিরক্ষা তহবিল থেকে। বর্তমান অনুদান প্রদানের হার সেনাবাহিনীর জন্য ৫৫ লক্ষ টাকা, বিমান বাহিনীর জন্য ৩৭ লক্ষ টাকা, নৌবাহিনীর জন্য ৩২ লক্ষ টাকা ও কোস্টগার্ডের জন্য ২.৫০ লক্ষ টাকা, যার মোট পরিমাণ ১২৬.৫০ লক্ষ টাকা। ২০১৭-১৮ আর্থিক বছরের জন্য অনুদানের মোট পরিমাণ ১২৬.৫০ লক্ষ টাকা প্রকাশিত করা হয়েছে।
(11.07.2024 পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য সংযোজিত)