এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনও বিষয়বস্তু বিনামূল্যে পুনঃপ্রকাশ করা যাবে। তবে, প্রকাশিত বিষয়বস্তুকে যথাযথভাবে পুনঃপ্রকাশ করতে হবে এবং কোনভাবেই খারাপ অর্থে অথবা অন্য অর্থে ব্যবহার করা যাবে না। এই ওয়েবসাইটের কোনও বিষয়বস্তু প্রকাশ অথবা অন্যদের দেওয়া হলে স্পষ্টভাবে উৎস নির্দেশ করতে হবে। তবে, তৃতীয় কোনও পক্ষের কপিরাইট রয়েছে এই ধরণের কোনও বিষয়বস্তু পুনঃপ্রকাশের অনুমতি দেওয়া হবে না। এইসব বিষয়বস্তু পুনঃপ্রকাশের জন্য সংশ্লিষ্ট দপ্তর অথবা কপিরাইট থাকা ব্যক্তি বা সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হবে।
গোপনীয়তা সংক্রান্ত নীতি
এই ওয়েবসাইটে আপনাকে চিহ্নিত করার জন্য আপনার সম্বন্ধে কোনও বিশেষ ব্যক্তিগত তথ্য (নাম, ফোন নম্বর অথবা ই-মেল) স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হয় না। তবে, আপনি যদি আমাদের ওয়েবসাইট দেখার সময় আপনার নাম, ঠিকানা সহ ব্যক্তিগত তথ্য দিতে চান তা হলে আপনার অনুরোধক্রমে কোনও তথ্য প্রেরণের জন্য তা আমরা ব্যবহার করি। ওয়েবসাইটটির যে অংশে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের জন্য একটি বিভাগ রয়েছে, সেখানে যোগাযোগের জন্য ব্যবহারকারীকে নাম নথিভুক্ত করতে হবে। তা থেকে আহরিত তথ্য ভালোভাবে আলোচনা করার জন্যই ব্যবহার করা হবে।
আমরা ব্যক্তিগতভাবে চিহ্নিতকরণের উপযুক্ত কোনও তথ্য যা এই সাইটে স্বেচ্ছায় দেওয়া হয় সেগুলি কোনও তৃতীয় পক্ষকে বিক্রি করি না অথবা দিই না। এই ওয়েবসাইটের জন্য প্রদত্ত যে কোনও তথ্য হারিয়ে যাওয়া, অপব্যবহার, বিনা অনুমতিতে প্রকাশ, অদল-বদল করা অথবা নষ্ট করা হয় না। ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে আমরা ইন্টারনেট প্রোটোকল ঠিকানা, ডোমেনের নাম, ব্রাউজারের ধরণ, অপারেটিং ব্যবস্থা, কোন্ সময়ে ওয়েবসাইটটি খোলা হচ্ছে তার তারিখ ও সময় – এই ধরণের তথ্য সংগ্রহ করে থাকি। ওয়েবসাইট ব্যবহারকারী কোনও ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে এই সাইটের ক্ষতি করার চেষ্টা না করলে আমরা ব্যবহারকারীদের পরিচিতি চিহ্নিত করার কোনও চেষ্টাই করি না।
কুকিস সংক্রান্ত নীতি
একটি কুকি হচ্ছে সফ্টওয়্যার কোডের একটি খণ্ড মাত্র, যা কোনও সাইট থেকে তথ্য সংগ্রহের সময় আপনার ব্রাউজারে সংশ্লিষ্ট ওয়েবসাইটের পক্ষ থেকে পাঠানো হয়। একটি কুকি আপনার কম্পিউটারে বা মোবাইল ফোনে সাধারণ টেস্কট ফাইল হিসাবে সংরক্ষিত থাকে। সংশ্লিষ্ট সার্ভারটিই কেবলমাত্র এই কুকি থেকে তথ্য উদ্ধার করতে বা পড়তে পারে। ওয়েবসাইটের বিভিন্ন পাতায় যাতে আপনি দ্রুততার সঙ্গে নজর দিতে পারেন, তাই কুকিগুলির মাধ্যমে আপনার পছন্দ-অপছন্দ বা প্রবণতা বোঝার চেষ্টা করা হয়। এরফলে, ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা উন্নত হয়।
আমরা আমাদের ওয়েবসাইটে নিম্নলিখিত ধরনের কুকি ব্যবহার করে থাকি :-
১) আপনার ব্রাউজিং – এর ধরণ বোঝার জন্য নামহীনভাবে আপনার কম্পিউটার অথবা মোবাইল যন্ত্রকে চিহ্নিত করার জন্য বিশেষ ধরণের বিশ্লেষণকারী কুকী।
২) পরিষেবামূলক কুকি – আমাদের ওয়েবসাইটের কাজ দক্ষতার সঙ্গে করার জন্য, আপনার রেজিস্ট্রেশন এবং লগ্-ইন সংক্রান্ত তথ্য ও আপনার পছন্দের সেটিং ও পাতা মনে রাখার জন্য এই কুকি ব্যবহার করা হয়।
৩) একটি বিশেষ দিনে ওয়েবসাইট ব্যবহারের জন্য এক ধরণের নন-পার্সিস্টেন্ট কুকি ব্যবহার করা হয়। এই ধরণের কুকির মাধ্যমে কিছু টেকনিক্যাল কাজ করা হয়। যেমন – ওয়েবসাইটে এক পাতা থেকে অন্য পাতায় যাতে ব্যবহারকারী অনায়াসে যেতে পারেন। এই কুকির মাধ্যমে ব্যবহাকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না। এছাড়া, ওয়েবসাইট ছেড়ে যাওয়া মাত্র আপনার সম্বন্ধে সব তথ্য মুছে ফেলা হয়। স্থায়ীভাবে এই কুকির মাধ্যমে কোনও তথ্য রেকর্ড করা যায় না। এছাড়া, কম্পিউটারের হার্ড ড্রাইভেও এই তথ্য রাখা যায় না। এই কুকিগুলি কেবলমাত্র মেমোরিতে রাখা হয়। শুধুমাত্র সক্রিয়ভাবে ব্রাউজার ব্যবহার করা হলেই তা মেমোরিতে রাখা হয়। যখনই, আপনার ব্রাউজার আপনি বন্ধ করবেন, তখনই এই কুকিগুলি অদৃশ্য হয়ে যাবে।
এর অতিরিক্ত হিসাবে আপনি খেয়াল রাখবেন, যখন আপনি pmindia.gov.in/pmindia.nic.in সাইটের কোনও বিভাগ দেখবেন তখন আপনাকে কুকির সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। অন্যথায় এই ওয়েবসাইটির বিশেষ বিভাগ যথাযথভাবে কাজ নাও করতে পারে।
হাইপারলিঙ্কিং সংক্রান্ত নীতি
বাইরের কোনও ওয়েবসাইট বা পোর্টালের সঙ্গে সংযুক্তি
এই ওয়েবসাইটের বিভিন্ন স্থানে আপনি অন্যান্য ওয়েবসাইট/পোর্টালের সঙ্গে লিঙ্ক বা যোগসূত্র পাবেন। আপনার সুবিধার জন্যই এই যোগসূত্রগুলি রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর কোনভাবেই বাইরের এইসব ওয়েবসাইটের বিষয়বস্তুর দায়িত্ব নেয় না। এছাড়া, এইসব সাইটের বক্তব্যও অনুমোদন করে না। এই ওয়েবসাইটে বাইরের ওয়েবসাইটের ঠিকানার উপস্থিতিকে কোনভাবেই অনুমোদন বলে ধরা যাবে না। এই লিঙ্কগুলি যে যথাযথভাবে কাজ করবে এমন নিশ্চয়তাও আমরা দিতে পারি না। তাদের ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটের সঙ্গে অন্যান্য ওয়েবসাইট/পোর্টালের সংযুক্তি
এই ওয়েবসাইটের কোনও তথ্য সরাসরি আপনি অন্য কোনও সাইটে লিঙ্ক করলে আমরা আপত্তি করি না এবং এর জন্য আগে থেকে কোনও অনুমতি নিতে হয় না। তবে, এই ওয়েবসাইটে কোনও লিঙ্ক দিতে চাইলে আপনারা আমাদের জানাবেন, যাতে আমাদের ওয়েবসাইটের কোনও পরিবর্তন বা আপডেট হলে তা আপনাকে জানানো যায়। এই ওয়েবসাইটের পাতাগুলি ব্যবহারকারীর নতুন করে খোলা ব্রাউজার উইন্ডো’তে থাকতে হবে।
শর্তাবলী
ওয়েবসাইটটি নক্শা তৈরি করেছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং এর তথ্য প্রদান করেছে প্রধানমন্ত্রীর কার্য্যালয়। যদিও এই ওয়েবসাইটের সমস্ত তথ্য যাতে নির্ভুল হয় তার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয় তা সত্ত্বেও ওয়েবসাইটের কোনও বক্তব্যকে আইনানুগ বক্তব্য হিসাবে ধরা যাবে না, অথবা আইনগত কারণে ব্যবহার করা যাবে না। ওয়েবসাইট ব্যবহার করার সময় কোনও সন্দেহ থাকলে যে কোনও তথ্য প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে/অন্যান্য উৎস থেকে যাচাই করা যেতে পারে এবং যথাযোগ্য পেশাদারদের কাছ থেকে উপদেশ নেওয়া বাঞ্ছনীয়।
কোনও পরিস্থিতিতেই এই ওয়েবসাইট ব্যবহারের কারণে কোনরূপ অর্থ ব্যয়, ক্ষতি বা তথ্যের জন্য প্রধানমন্ত্রীর কার্য্যালয় দায়ী থাকবে না। ওয়েবসাইটের এই নিয়ম-কানুন ও শর্তাবলী ভারতীয় আইন দ্বারা পরিচালিত হবে। ওয়েবসাইটের নীতি ও শর্তাবলী সংক্রান্ত যে কোনও বিরোধ ভারতের আদালতগুলির কাজের আওতায় থাকবে।
এই ওয়েবসাইটে যে সব তথ্য রাখা হবে তার মধ্যে অসরকারি/বেসরকারি সংগঠনগুলি কর্তৃক পরিচালিত হাইপারটেক্সড্ লিঙ্ক অথবা পয়েন্টারও থাকবে। প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের পক্ষ থেকে এই ওয়েবসাইটে বহিরাগতদের এই সমস্ত লিঙ্ক এবং পয়েন্টার আপনাদের সুবিধার জন্যই রাখা হবে। এইসব বহিরাগত ওয়েবসাইটের লিঙ্ক নির্বাচন করলে তখন আপনি প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের এই ওয়েবসাইটি ছেড়ে যাচ্ছেন। সেই সময় বহিরাগত সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলির গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়মবিধি আপনাদের ক্ষেত্রে কার্যকর হবে। এইসব ওয়েবসাইটগুলি ভারত সরকারের ওয়েবসাইট সংক্রান্ত নীতিপদ্ধতি মেনে চলবে, প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের পক্ষ থেকে এমন গ্যারান্টি দেওয়া হয় না।
ঘোষণা
প্রধানমন্ত্রীর কার্য্যালয় কর্তৃক পরিচালিত এই ওয়েবসাইটটি কেবলমাত্র তথ্য জানার জন্যই রাখা হয়েছে। যদিও এই ওয়েবসাইটের যাবতীয় তথ্য এবং বিষয়বস্তু যাতে সঠিক হয় তার জন্য সাবধানতা অবলম্বন করা হয়েছে। তবুও, কোনও আধিকারিক এই ওয়েবসাইটে দেওয়া সরকারি সার্কুলার নিয়ে কোনও প্রশ্ন দেখা গেলে সন্দেহ নিরসনের জন্য প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ওয়েবসাইটে দেওয়া সার্কুলার এবং প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে জারি করা সার্কুলারের মধ্যে পার্থক্য থাকলে, প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে জারি করা সার্কুলারের ওপরেই নির্ভর করা বাঞ্ছনীয়। এছাড়া, এই পার্থক্যের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে জানানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে বলা হচ্ছে।