নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহান সমাজ সংস্কারক, চিন্তক, দার্শনিক এবং বিশিষ্ট লেখক মহাত্মা ফুলে-কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, মহাত্মা ফুলে মহিলাদের শিক্ষা ও তাদের ক্ষমতায়ণে সারাজীবন উৎসর্গ করেছিলেন।
সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর নিষ্ঠা আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন।
CG/BD/AS/
महान समाजसेवी, विचारक, दार्शनिक एवं लेखक महात्मा ज्योतिबा फुले की जयंती पर उन्हें कोटि-कोटि नमन। वे जीवनपर्यंत महिलाओं की शिक्षा और उनके सशक्तिकरण के लिए प्रतिबद्ध रहे। समाज सुधार के प्रति उनकी निष्ठा आने वाली पीढ़ियों को प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) April 11, 2021