Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-সুইজারল্যান্ড দক্ষতা বিকাশ চুক্তিতে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার কর্মপরবর্তী অনুমোদন দেওয়াহল দক্ষতা বিকাশের ক্ষেত্রে ভারত এবং সুইস কনফেডারেশনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনসংক্রান্ত রাষ্ট্রীয় সচিবালয়ের মধ্যে সম্পদিত একটি চুক্তিতে। ভারতের দক্ষতা বিকাশও শিল্পোদ্যোগ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)সুইজারল্যান্ড সফরকালে এ বছর ২২ জুন স্বাক্ষরিত হয় দু’দেশের মধ্যে এইসমঝোতাপত্রটি।

স্বাক্ষরিত চুক্তিটির আওতায় দক্ষতাবিকাশের লক্ষ্যে দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি এবং শ্রেষ্ঠ পন্থা-পদ্ধতি বিনিময়ের ওপরবিশেষ জোর দেওয়া হবে। চুক্তির আওতায় গড়ে তোলা হবে একটি যৌথ কর্মী গোষ্ঠীও, যার কাজহবে এই সমঝোতাপত্রের রূপরেখা বাস্তবায়নের বিষয়টি উদ্ভাবন, দেখভাল ও পর্যালোচনাকরা। দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের মধ্য দিয়ে ভারত ও সুইজারল্যাণদের মধ্যেঅংশীদারিত্বের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিশেষ সাহায্য করবে এইচুক্তিটি।

PG/SKD/SB