নতুন দিল্লী, ৯ ডিসেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কোচি থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত সমুদ্র গর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কোচি থেকে লাক্ষাদ্বীপের ১১ টি স্থান কাভারাত্তি, কলপেনি, অগতি, আমিনি, অআনদ্রোথ, মিনিকয়, বনগরাম, বিত্রা, চেতলাত, কিলটন ও কদমাত পর্যন্ত অপটিক্যাল ফাইবার বসানো হবে।
যোগাযোগের মাধ্যম হিসেবে এই অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ১০৭২ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এরমধ্যে প্রয়োগ সংক্রান্ত খরচ রয়েছে। ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড থেকে এই প্রকল্পের অর্থ মঞ্জুর করা হবে।
টেলি সংযোগ ব্যবস্থার অগ্রগতি দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগ হয়। সমুদ্র গর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপন হলে লাক্ষাদ্বীপের সঙ্গে টেলিসংযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন ঘটবে। প্রসার ঘটবে সেখানকার শিল্প এবং পর্যটনের।
এই টেলি সংযোগ স্থাপনের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড এবং টেলিকমিউনিকেশন্স কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডকে মনোনীত করা হয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের মে মাসের মধ্যে শেষ হওয়ার কথা।
বর্তমানে কেবলমাত্র স্যাটেলাইটের মাধ্যমে লাক্ষাদ্বীপের সঙ্গে টেলিযোগাযোগ স্থাপন করা যায়।
***
CG/SB